আয়কর মামলাসমূহ নিষ্পত্তির ক্ষেত্রে যদি করদাতা সংক্ষুব্দ হন তার সেই কর মামলাসমূহ নিষ্পত্তির ক্ষেত্রে কর আপীল অঞ্চল আপীল দায়ের করার প্রথম কর্তৃপক্ষ। আয়কর আপীল দায়ের ও নিষ্পত্তি, যাবতীয় সেবাসমূহ তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত নিশ্চিত এবং যথাযথরূপে সম্পাদনের লক্ষ্যে এ ওয়েবসাইটটি নির্মিত হয়েছে। এতে আপীল দায়ের পদ্ধতিসহ অন্যান্য সংশ্লিষ্ট আইনী বিষয় সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে। একজন করদাতা কর অফিসে স্বশরীরে উপস্থিতি ব্যতিরেকে আপীল দায়েরের প্রাথমিক ধারণা এ ওয়েবসাইটটি থেকে সহজেই পাবেন।
বর্তমান সরকারের ই-গভর্নেন্স, ই-কমার্স সর্বোপরি ডিজিটাল বাংলাদেশ এর স্বপ্ন পূরণের ক্ষেত্রে কর আপীল অঞ্চল-০৩, ঢাকার এ উদ্যোগে কার্যকরী ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। উপ-কর কমিশনার, যুগ্ম কর কমিশনার এবং অতিরিক্ত কর কমিশনার প্রদত্ত কোন আদেশ দ্বারা করদাতা সংক্ষুব্দ হলে কৃত আপীলের প্রেক্ষিতে আপীলাত কর্তৃপক্ষ উক্ত বিষয়ে ন্যায়বিচার ও আইনানুগ সিদ্ধান্ত প্রদান করেন। এ লক্ষ্যে দাখিলকৃত আপীল মামলাসমূহ আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এ বিবৃত সময়সীমার মধ্যে নিষ্পত্তির ক্ষেত্রে এ কর আপীল অঞ্চল বদ্ধ পরিকর। এ ওয়েবসাইটে সন্নিবেশিত তথ্যাদি উক্ত তৎপরতাকে আরো বেগবান করবে। স্বচ্ছতার সাথে এবং দ্রুততম সময়ের মধ্যে ন্যায় ভিত্তিক আইনানুগ সিদ্ধান্ত প্রদানই এ আপীলাত কর্তৃপক্ষের লক্ষ্য।
কর আপীল অঞ্চল-০৩, ঢাকার উপর ন্যাস্ত দায়িত্ব পালনে এবং করদাতা ও আপীলাত কর্তৃপক্ষের সেতুবন্ধন রচনায় এ ওয়েবসাইট কার্যকরী ভূমিকা পালন করবে এবং জাতীয় রাজস্ব আহরণে অনবদ্য ভূমিকা রাখবে বলে এই মর্মে আশাবাদ ব্যক্ত করছি ।
কর কমিশনার কর আপীল অঞ্চল-৩,ঢাকা