বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

  ০২-৯৩৪৭৮৫৫

 appealzone_3@yahoo.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কর আপীল অঞ্চল-৩, ঢাকা
কর কমিশনার (আপীল) এর কার্যালয়


আয়কর মামলাসমূহ নিষ্পত্তির ক্ষেত্রে যদি করদাতা সংক্ষুব্দ হন তার সেই কর মামলাসমূহ নিষ্পত্তির ক্ষেত্রে কর আপীল অঞ্চল আপীল দায়ের করার প্রথম কর্তৃপক্ষ। আয়কর আপীল দায়ের ও নিষ্পত্তি, যাবতীয় সেবাসমূহ তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত নিশ্চিত এবং যথাযথরূপে সম্পাদনের লক্ষ্যে এ ওয়েবসাইটটি নির্মিত হয়েছে। এতে আপীল দায়ের পদ্ধতিসহ অন্যান্য সংশ্লিষ্ট আইনী বিষয় সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে। একজন করদাতা কর অফিসে স্বশরীরে উপস্থিতি ব্যতিরেকে আপীল দায়েরের প্রাথমিক ধারণা এ ওয়েবসাইটটি থেকে সহজেই পাবেন।

বর্তমান সরকারের ই-গভর্নেন্স, ই-কমার্স সর্বোপরি ডিজিটাল বাংলাদেশ এর স্বপ্ন পূরণের ক্ষেত্রে কর আপীল অঞ্চল-০৩, ঢাকার এ উদ্যোগে কার্যকরী ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। উপ-কর কমিশনার, যুগ্ম কর কমিশনার এবং অতিরিক্ত কর কমিশনার প্রদত্ত কোন আদেশ দ্বারা করদাতা সংক্ষুব্দ হলে কৃত আপীলের প্রেক্ষিতে আপীলাত কর্তৃপক্ষ উক্ত বিষয়ে ন্যায়বিচার ও আইনানুগ সিদ্ধান্ত প্রদান করেন। এ লক্ষ্যে দাখিলকৃত আপীল মামলাসমূহ আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এ বিবৃত সময়সীমার মধ্যে নিষ্পত্তির ক্ষেত্রে এ কর আপীল অঞ্চল বদ্ধ পরিকর। এ ওয়েবসাইটে সন্নিবেশিত তথ্যাদি উক্ত তৎপরতাকে আরো বেগবান করবে। স্বচ্ছতার সাথে এবং দ্রুততম সময়ের মধ্যে ন্যায় ভিত্তিক আইনানুগ সিদ্ধান্ত প্রদানই এ আপীলাত কর্তৃপক্ষের লক্ষ্য।

কর আপীল অঞ্চল-০৩, ঢাকার উপর ন্যাস্ত দায়িত্ব পালনে এবং করদাতা ও আপীলাত কর্তৃপক্ষের সেতুবন্ধন রচনায় এ ওয়েবসাইট কার্যকরী ভূমিকা পালন করবে এবং জাতীয় রাজস্ব আহরণে অনবদ্য ভূমিকা রাখবে বলে এই মর্মে আশাবাদ ব্যক্ত করছি ।

কর কমিশনার
কর আপীল অঞ্চল-৩,ঢাকা

অফিস লোকেশন